কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

৯ ফুট লম্বা অজগর উদ্ধারকুড়িগ্রাম সদর উপজেলায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকালে সদরের বৈরাগীর বাজার এলাকায় ধরলা নদীর তীরবর্তী একটি গাছ থেকে এটি উদ্ধার করা হয় বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ।

ইউএনও বলেন, সদরের বৈরাগীর বাজার এলাকায় একটি গাছে সাপটি দেখে স্থানীরা আমাদের খবর দেয়। পরে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সহযোগিতায় সাপটি উদ্ধার করে নিয়ে আসি। সাপটি প্রায় ৯ ফুট লম্বা।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার বরাত দিয়ে ইউএনও আরও জানান, সাপটি সম্ভবত বন্যার পানির সঙ্গে ভেসে এসেছে। সাপটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এটি সুস্থ আছে। উদ্ধারকৃত অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হচ্ছে।

আরও পড়ুন:

২০ মণের রাজার দাম পাঁচ লাখ টাকা