গাইবান্ধায় এক লাখ তাল গাছের চারা রোপণ

GAIBANDHA TREE PLANTATION-1 (3)গাইবান্ধা জেলায় একসঙ্গে এক লাখ তালের বীজ ও চারা রোপন করা হয়েছে। বুধবার সকালে গাইবান্ধা শহরের কুটিপাড়া এলাকায় ঘাঘট নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে আনুষ্ঠানিকভাবে রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, ‘ব্জ্রপাত, নদী ভাঙন, মাটির ক্ষয় রোধ ও  প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাল গাছের বংশবৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাল গাছের চারা রোপণ করা হচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম সাদিকুর রহমান, কৃষি সমাপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আ কা মো. রুহুল আমীন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এদিকে, জেলার সাত উপজেলা শহর ও ইউনিয়ন পর্যায়েও সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্কুল-কলেজ, সরকারি ও বেসরকারী সংগঠনে তাল গাছের চারা রোপন করা হয়েছে।