নীলফামারীতে রোপণ করা হচ্ছে ৫০ হাজার তাল গাছ

৯০৯

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারাদেশে তালগাছ রোপণের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতর। এ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও  ৫০ হাজার তালগাছের বীজ রোপনের করা হচ্ছে।

জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বলেন, এরইমধ্যে জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে এ কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো.খালেদ রহীম।

এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বজলুর রশিদ, প্রকল্প বাস্ততায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম ও স্থানীয় গণ্যমাধ্যম কর্মীরা ।

সূত্র জানায়, প্রকৃতিক দুর্যোগ নিরোধে প্রধান মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সারাদেশে তালগাছ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। সংসদ সদস্য ও উপজেলা পরিষদের তহবিল থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গ্রামীণ সড়কের দুইধারে তালগাছ রোপণ করা হবে। এছাড়া, কাজের বিনিময়ে টাকা কর্মসূচি  (কাবিটা) মাধ্যমে নতুন ও পুরনো রাস্তার দুইধারে এসব গাছের চারা লাগানো হচ্ছে।

এটিএম আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন,‘নীলফামারী জেলার ৫১টি ইউনিয়নে তালগাছ লাগানোরে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৮৩৫টি করে তাল গাছের বীজ লাগানো হবে। ওই গাছগুলো নিজ নিজ ইউনিয়ন পরিষদ দেখাশুনা করবে। আগামী অক্টোবর মাসে এই কর্মসূচি শেষ হবে বলে তিনি জানান।

আরও পড়তে পারেন: রোহিঙ্গাদের জন্য ব্যবহৃত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাহত পাঠদান