হিলি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

হিলি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি

যশোর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবস্থিত রোহিঙ্গাদের বাংলাদেশে পার করে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এমন অবস্থায় দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনোভাবেই রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই জন্য সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বিজিবির হেড কোয়ার্টার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সব ক্যাম্পগুলোতে পাঠানো হয়েছে।

 আরও পড়ুন: আঠারটি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক