দেশসেরা মাইক্রোসফট ল্যাব কুড়িগ্রামের ‘আশার আলো পাঠশালা’

সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন আশার আলো পাঠশালার প্রতিষ্ঠা

দেশসেরা মাইক্রোসফট ল্যাবের পুরস্কার জিতেছে কুড়িগ্রামের ‘আশার আলো পাঠশালা’। বাল্যবিয়ে থেকে মুক্ত করে শিক্ষার আলোয় ফিরিয়ে আনা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিতেই এই ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছিল।  ২১ অক্টোবর সাভারে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ পাঠশালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুমার বিশ্বজিৎ বর্মনের হাতে পুরস্কারের ৫ লাখ টাকা তুলে দেন।

বিশ্বজিৎ বর্মন জানান, সারাদেশে মাইক্রোসফট বাংলাদেশের আটটি আইটি ল্যাব রয়েছে। যা বিভিন্ন সামাজিক সংগঠনের তত্ত্বাবধায়নে পরিচালিত হয়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জে অবস্থিত আশার আলো পাঠশালার আইটি ল্যাবটি মাইক্রোসফট বাংলাদেশের অনুদানে প্রতিষ্ঠিত। এই  ল্যাবে  ইন্টারনেট সুবিধাযুক্ত পাঁচটি কম্পিউটার রয়েছে। এ ল্যাব গ্রামের সুবিধাবঞ্চিত ছেলে-মেয়ে ও নারীরা নামমাত্র মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারেন।

FB_IMG_1508675435232

তিনি বলেন, ‘এ অর্জন গোটা কুড়িগ্রামবাসীর। আগামীতে আমার লক্ষ্য থাকবে রামখানা ইউনিয়নকে প্রযুক্তির সুবিধা সমৃদ্ধ ইউনিয়নে পরিণত করা।’

প্রসঙ্গত, এলাকার সুবিধা বঞ্চিত শিশু বিশেষত বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পাওয়া মেয়েদের শিক্ষার পথে ফিরিয়ে আনার লক্ষ্যে ২০১০ সালের ২৩ জানুয়ারি রামখানা ইউনিয়নের নাখারগঞ্জে ‘আশার আলো পাঠশালা’ নামক সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এই  পাঠশালার অধীনে ১৬০ জন সুবিধা বঞ্চিত ছেলে-মেয়ে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার সুবিধা পাচ্ছে। এর মধ্যে ৯০ জন মেয়ে রয়েছে। যাদের মধ্যে ৬৫ জন মেয়েকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করা হয়েছিল।