হিলি স্থলবন্দর: অক্টোবরে রাজস্ব এসেছে অতিরিক্ত ১ কোটি ২৯ লাখ টাকা

হিলি স্থলবন্দর২০১৭-১৮ অর্থবছরের অক্টোবর মাসে হিলি স্থলবন্দরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রার অতিরিক্ত এক কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।গত অক্টোবরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি ৫৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে পুরো মাস শেষে আদায় করা হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকা। হিলি স্থল শুল্কস্টেশনের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মো. মশিয়ার রহমান মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়ের প্রধান কারণ হচ্ছে, গত অক্টোবর মাসে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম একদিনের জন্যও বন্ধ ছিলনা। বন্দর দিয়ে স্বাভাবিকভাবে পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করেছে। এছাড়াও ভারতীয় কাস্টমস এর সাথে আলোচনা করার ফলে তারা বন্দর দিয়ে আগের চেয়ে বেশি পণ্য রফতানি করেছে। এর ফলে বেশি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। এসব কারণেই বন্দর থেকে রাজস্ব আদায়ের মাত্রা বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘বন্দর দিয়ে পণ্য আমদানির ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসেও লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ পরিমাণ রাজস্ব আদায় করতে পারবো বলে আশা করছি। ’