বেনাপোল থেকে বিপুল পরিমাণ ২ ও ৫ টাকার নোট উদ্ধার

বেনাপোল থেকে উদ্ধার করা এক লাখ ৩২ হাজার টাকার ৫ ও ২ টাকা নতুন নোট

বেনাপোল থেকে এক লাখ ৩২ হাজার টাকার বাংলাদেশি ২ টাকা ও ৫ টাকার নতুন নোট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি স্কুলব্যাগ ভর্তি বাংলাদেশি নতুন ২ ও ৫ টাকার নোট ভারতে পাচার করা হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবির সিপাহী সিদ্দিকুর রহমান টাকার ব্যাগটি ভারতে ঢোকার মুহূর্তে এক কুলির কাছ থেকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ২ টাকার নোটের ১২ হাজার ও ৫ টাকার নোটের ১ লাখ ২০ হাজার টাকা পাওয়া যায়। টাকাগুলোর মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি।

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ‘উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।’

আরও পড়ুন: জয়পুরহাটে নবান্ন উৎসব উদযাপন