কুড়িগ্রামে পুলিশের এসআই’র আত্মহত্যা

কুড়িগ্রামকুড়িগ্রামে আনন্দ কুমার মোহন্ত (৩৫) নামে কোর্ট পুলিশের এক এসআই আত্মহত্যা করেছেন। মাছ মারার কাজে ব্যবহৃত বিষাক্ত ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) নাজিরা-মিঞাপাড়ার ভাড়া বাসা থেকে কোর্টে ডিউটিতে আসেন পুলিশের সাব ইন্সপেক্টর আনন্দ কুমার মোহন্ত। পরে রাত ৮টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় মাছ মারা বিষাক্ত ট্যাবলেট খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আনন্দ কুমার মোহন্ত বগুড়ার সোনাতলা উপজেলার মহিচরণ গ্রামের গোপাল চন্দ্র মোহন্তের ছেলে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, কোর্ট পুলিশের সাব ইন্সপেক্টর আনন্দ কুমার মোহন্ত তিন মাস আগে কুড়িগ্রামে যোগদান করেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্ত শেষে পুলিশি হেফাজতে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।