লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদল সভাপতির ঝুলন্ত লাশ উদ্ধার

নিহত লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদল সভাপতিলালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২০ নভেম্বর) দুপুরে নিজ বাড়ির পাশের একটি নিমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মনির লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া (মাজার)এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

জানা গেছে, মনিরুজ্জামান লালমনিরহাট সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) পাস করার পর লালমনিরহাট আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি পড়ছিলেন। চলতি বছর বিয়েও করেন তিনি। হঠাৎ করেই তার মৃত্যুর ঘটনা নিয়ে রহস্য দেখা দিয়েছে।মনিরের বাসাটি একটু নির্জন এলাকায় হওয়ায় তার ঝুলন্ত লাশও আশেপাশের কেউ দেখেনি। যদিও মনির আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার স্ত্রী ও পরিবারের লোকজন।তাদের ব্যাখ্যা,আর্থিক ও মানসিক সমস্যার চাপে আত্মহত্যা করেছেন মনির।

মনিরের স্ত্রী আফরোজা বেগম আঁখি বলেন,‘ এ বছরের ১৬ এপ্রিল আমাদের বিয়ে হয়েছে।সংসারে আমাদের কোনও সমস্যা ছিল না। সকালে একসঙ্গে খাওয়া-দাওয়া শেষে মনিরকে বাড়িতে রেখে দেবর সাজ্জাদসহ আমি পরীক্ষা দিতে যাই।পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে নিমগাছে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পাই। আমি  বুঝতে পারছিনা  কেন আমার  স্বামী আত্মহত্যা করেছে। ’ 

মনিরের ছোট ভাই সাজ্জাদ হোসেন বলেন, ‘আমার বাবা ও ছোট মা মহিষখোচায় থাকেন। আমরা খাতাপাড়ার বাড়িতে থাকি। ভাবিসহ পরীক্ষা দিতে গিয়ে এসে দেখি ভাইয়ার ঝুলন্ত লাশ নিমগাছে। পরে আমরা লাশটি গাছ থেকে নামাই এবং ঘরের বারান্দায় রাখি।’

এ ব্যাপারে মনিরের বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘হঠাৎ হতাশাগ্রস্ত অবস্থা থেকে মনির আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন বলেন, ‘মনিরুজ্জামান ছাত্রদলের একজন নিষ্ঠাবান ও নিবেদিত নেতা ছিল। কিন্তু কিছুদিন থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সেকারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে তার পারিবারিকভাবে জানা গেছে।’

এদিকে, এটি হত্যা নাকি আত্মহত্যার ঘটনা তা পুলিশ খতিয়ে দেখছে।

আদিতমারী থানার ওসি  হরেশ্বর রায় সত্যতা বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’