রসিক নির্বাচনে একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের চিন্তা করছে ইসি

রংপুরে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামআগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে একটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রংপুরে এই কথা বলেছেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে আমরা ইভিএম ব্যবহার করার চিন্তা করছি। কিন্তু রংপুরের ভোটাররা যদি এভাবে ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে নাও ব্যবহার করতে পারি আমরা।’ রসিক নির্বাচন ২০১৭ উপলক্ষে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।

রফিকুল ইসলাম আরও বলেন, ‘রসিক নির্বাচনে কোনও ধরনের অনিয়ম, অরাজকতা আমরা বরদাশত করবো না। এটা প্রতিরোধে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করবো।’

সভা-সমাবেশ করতে না দেওয়ার যে অভিযোগ বিএনপি করেছে তা নাকচ করে দিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের আচরণবিধিতে বলাই আছে সভা, সমাবেশ, মিছিল করা যাবে না। তবে ঘরোয়া সভা, পথসভা করা যাবে। কিন্তু পথসভা করতে গিয়ে যদি যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে আমরা তা করতে দেবো না। আমাদের ম্যাজিস্ট্রেট সেই সভা করতে দেবেন না। নির্বাচনের আইনের প্রয়োগ করতে গেলে তারা যদি বিরোধিতা করেন তাহলে আমাদের বলার কিছু নেই।’

সভায় রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।