একটি শহীদ মিনারের জন্য ৪৬ বছর অপেক্ষা

 

নীলফামারীস্বাধীনতার ৪৬ বছরে  নীলফামারীর জলঢাকা উপজেলায় নির্মিত হয়নি একটি শহীদ মিনার। অবশেষে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের উদ্যোগে সেখানে একটি শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর শহীদ মিনারটি উদ্বোধন করা হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে নীলফামারী জেলা পরিষদের তত্ত্বাবধানে জলঢাকার ট্রাফিক মোড়ে শহীদ মিনারটি নির্মাণ করা হয়।এতদিন উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতো স্থানীয়রা। 

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা পরিষদের অর্থায়নে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে গত ২০ আগস্ট শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে  স্থানীয়দের সহযোগিতায় এই শহীদ মিনারটি নির্মিত হচ্ছে।’

শহীদ মিনার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফ্ফার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শহীদ মিনারটি নির্মিত হলে উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবে। এছাড়াও ‘৭১ পরবর্তী প্রজন্ম স্বাধীনতার ইতিহাস বুঝতে ও জানতে পারবে।’

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, অনেক বছর ধরেই শহীদ মিনার নির্মাণের চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত সেটি হচ্ছে।’