বিজয় দিবসে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি-রফতানিহিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান মন্ডল বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্যসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মাঝে যাত্রী পারাপার চালু রাখার জন্য কাস্টমসের একটি বিভাগ খোলা রাখা হয়েছে। আগামীকাল সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু হবে, বলেও জানান তিনি।