‘নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি’





রংপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনরংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ হবে না বিএনপির এমন অভিযোগকে ভিত্তিহীন বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি বলেন, ‘এটা বিএনপির পুরনো অভ্যাস। তারা একই ভাঙা রেকর্ড বার বার বাজিয়ে নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জাতীয় পার্টি সংসদে বিরোধী দল। তারা তাদের মতো রাজনীতি করে। তবে তারা (জাতীয় পার্টি) যতই বলুক, রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন— তা গত একশ’ বছরে এমন উন্নয়ন হয়নি। সে কারণে নগরবাসী এবার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়ী করবে।’
বিএনপির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘তারা যতই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করুক না কেন, দেশের জনগণ তাদের মিথ্যা কথা আর বিশ্বাস করে না। তাদের প্রত্যাখান করেছে এদেশের মানুষ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে কোনও কোন্দল নেই। সবাই একসঙ্গে কাজ করছে। নির্বাচনে জনগণের বিপুল সাড়াও পাওয়া যাচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।