দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৪.৮

তীব্র শীতে বিপর্যস্ত লোকজনমঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে। আজ দিনাজপুরের তাপমাত্রা ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। মঙ্গলবার তেঁতুলিয়ার তাপমাত্রা আছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দিনাজপুরে প্রচণ্ড শীতে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বাড়ছে। কাজ করতে পারছেন না শ্রমজীবীরা। বিশেষ করে নির্মাণ ও কৃষি শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল ইসলাম বলেন, ‘বর্তমানে দিনাজপুরে শৈত্যপ্রবাহ কমতে শুরু করেছে, বাড়ছে তাপমাত্রা। তাপমাত্রা আরও বাড়বে।’

এদিকে দুস্থদের মাঝে ৭০ হাজার কম্বল বিতরণ করেছে  জেলা প্রশাসন। আরও ৮০ হাজার শীত বস্ত্র চেয়ে জরুরি বার্তা পাঠিয়েছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
আরও পড়ুন:
শীতের কষ্টে মারা যাওয়ার কোনও তথ্য নেই: ত্রাণমন্ত্রী