দুর্যোগে বিএনপি একবার আসে, ফটোসেশন করে চলে যায়: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ে ওবায়দুল কাদের‘বিএনপির কোনও কাজ নেই, তারা কোনও সাহায্যেও নেই। দুর্যোগ আসলে তারা একবার করে আসে, এসে ফটোসেশন করে চলে যায়। তবে যতদিন দুর্যোগ থাকবে ততদিন শীতার্ত ও দুর্যোগকবলিত মানুষের পাশে আওয়ামী লীগ থাকবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে এসব কথা বলেন।  

মন্ত্রী আরও বলেন, ‘আমরা সময়মতো চলে এসেছি। এখন না এসে দুই দিন পরেও আসতে পাড়তাম। আমাদের নেত্রী দেখেছেন, পঞ্চগড়ে ও ঠাকুরগাঁওয়ে ২.৬ ডিগ্রি তাপমাত্রা। তিনি বললেন আর অপেক্ষা করা যাবে না। সম্পাদকমণ্ডলীর মিটিং পরে করা যাবে। এখন জনগণের পাশে দাঁড়াতে হবে।’ঠাকুরগাঁওয়ে ওবায়দুল কাদের

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ে ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির আয়োজনে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে (বিডিহলে) জেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও ৩ আসনের এমপি ইয়াসিন আলী, মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক সুবীর নন্দী প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঠাকুরগাঁওয়ে ৫ হাজার কম্বল ও নগদ ২০০ টাকা করে ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।