হিলি থেকে ভারতীয় শাড়ি, চাদর ও গালিচা উদ্ধার

হিলি সীমান্ত (ফাইল ফটো)

হিলি সীমান্ত থেকে এক লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চাদর ও গালিচা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার ভোর সাড়ে ৪টায় বিষাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা মালামালগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে হিলি সীমান্তের বিষাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় উন্নতমানের ১৩ পিস শাড়ি, ২০ পিস চাদর, ১০ পিস গালিচা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য এক লাখ ৫২ হাজার টাকা। মালামালগুলো হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: মাইক্রোবাস-চান্দের গাড়ির মধ্যে সংঘর্ষে একজন নিহত