মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দলিল ৭ মার্চের ভাষণ: খালিদ মাহমুদ চৌধুরী

মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দলিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ওই ভাষণে সঠিক দিক-নির্দেশনার কারণেই মাত্র ৯ মাসে দেশ হানাদার মুক্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার সকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র জেলা শাখা আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

বক্তব্য রাখছেন খালিদ মাহমুদ চৌধুরীতিনি আরও বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল, এই ভাষণ বাজাতে দেওয়া হয়নি। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, ১৫ আগস্টে ভাষণ বাজানোয় নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে। ছাত্রলীগের মাইকেল, অজয়কে হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে নিপীড়ন, নির্যাতন করা হয়েছে। আজ ৭ মার্চের ভাষণ বিশ্বের কাছে স্বীকৃত।’

শিশুসহ সবাইকে বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিশুদের সুবিধার জন্য আওয়ামী লীগ কমিক্স আকারে জাতির পিতাকে নিয়ে বই প্রকাশ করছে। এবারের বই মেলাতেও বঙ্গবন্ধুর দিল্লি যাত্রার ওপর একটি প্রকাশনা রয়েছে।’

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।