‘লালমনিরহাটও অর্থনৈতিক জোনের আওতায় আসবে’

রিপাবলিক ইসলামিক একাডেমি উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনএফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘লালমনিরহাটও অর্থনৈতিক জোনের আওতায় আসবে। বুড়িমারী স্থলবন্দরের পাশাপাশি মোগলহাট স্থলবন্দর সচল করার পদক্ষেপ নেওয়া হবে। এশিয়া মহাদেশের বৃহত্তর বিমানবন্দর হিসেবে লালমনিরহাট বিমানবন্দরও চালু করা হবে। এসব বিষয় পর্যায়ক্রমে করা হবে।’

শনিবার (২৪ মার্চ) দুপুরে লালমনিরহাটের লোহাখুচি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন। তার আগে তিনি সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফড়িংয়ের দিঘী এলাকায় রিপাবলিক ইসলামিক একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করেন।

এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘দেশের সব উন্নয়নে ব্যবসায়ীরা সরকারের পাশে থাকবে। নতুন নতুন কর্মসংস্থানমুখী কার্যক্রম হাতে নিচ্ছে ব্যবসায়ীরা। সরকারও উদ্যোগ নিচ্ছে। জঙ্গিবাদ, ধর্মীয় গোড়ামীর ঊর্ধ্বে থেকে দেশের কল্যাণে ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

সভায় লালমনিরহাট-৩ (সদর) আসনের এমপি ইঞ্জিনিয়ার আবু সালেহ মো. সাঈদ দুলাল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, রিপাবলিক ইসলামিক একাডেমির চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের রাজনৈতিক সচিব মিজানুর রহমান লিটন প্রমুখ।