বালিয়াডাঙ্গীর ব্রিজে মাটিচাপায় মিস্ত্রির মৃত্যু, আহত ২

এই ব্রিজে দুর্ঘটনায় নিহত হন এক মিস্ত্রি, আহত হন আরও ২ জনব্রিজের কাজ করার সময় ইট ও মাটিতে চাপা পড়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় এক নারী শ্রমিকসহ আরও দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও-দোগাছি সড়কের মশিউর মেম্বারের বাড়ির সামনে নতুনভাবে নির্মাণাধীন ব্রিজটিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মিস্ত্রির নাম আমিনুল ইসলাম (৪৫)। তার বাড়ি ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর গ্রামে। এ ঘটনায় আহতরা হলেন— সনগাঁও গ্রামের আব্দুল আলী (৪০) ও রশিদা বেগম (৩৫)। এর মধ্যে রশিদা বেগম গুরুতর আহত হয়েছেন। আহত দুই শ্রমিককেই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বালিয়াডাঙ্গীর ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেনপ্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আমিনুল মিস্ত্রিসহ ৮-১০ জন শ্রমিক পুরাতন ব্রিজ ভেঙে ও মাটি খুঁড়ে আগের ইটগুলো তোলার কাজ করছিলেন। এ সময় ওপরের মাটি ধসে পড়লে আমিনুলসহ চার-পাঁচ জন মাটিতে চাপা পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাদের মাটি খুঁড়ে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রকৌশল অধিদফতরের কোনও প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তদারকির জন্য এমন কোনও প্রতিনিধি না থাকার কারণেই দুর্ঘটনা ঘটেছে।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঠিকাদার ওয়ালিউর রহমান এ কাজটি করছিলেন। এটি একটি ছোট বক্স কালভার্টের কাজ। এখানে এমন ঘটনা কেন ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনার পরেই বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।