পিরোজপুরে মাদক ব্যবসায়ীর সাত বছরের কারাদণ্ড

কারাদণ্ড

পিরোজপুরে মাদক মামলার রায়ে অহিদুজ্জামান অহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালাত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অহিদুজ্জামানের বাড়ি স্বরূপকাঠী উপজেলার দক্ষিণ কৌড়িখারার সোহাগদল গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রহমান খান। রায় ঘোষণার সময় অহিদুজ্জামান আদালতে অনুপস্থিত ছিল। পিরোজপুর জেলা জজ আদালতের সরকারি কৌসুলি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের নথিসূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল বিকেলে র‌্যাব-৮ বরিশালের সদস্যরা স্বরুপকাঠী উপজেলার সোহগদল গ্রামের সন্ধ্যা নদীর পাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অহিদকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫০২ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মামুনর রশিদ খান বাদী হয়ে অহিদুজ্জাদান অহিদের বিরুদ্ধে স্বরুপকাঠী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ মে স্বরুপকাঠী থানার উপ-পরিদর্শক মোতালেব হোসেন এবং উপ পরিদর্শক সঞ্জিব কুমার মামলাটি তদন্ত শেষে অহিদুজ্জাদানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমাদেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অহিদুজ্জামানকে এ দণ্ডাদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খায়রুল বাশার শামিম।