হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরুঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা চার দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার (১৫ জুন) থেকে সোমবার (১৮ জুন) পর্যন্ত টানা চার দিন হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও বন্দরে কর্মরত সকল শ্রমিকরা তাদের কাজে যোগ দেওয়ায় বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, পণ্য ডেলিভারি দেওয়াসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।