কুড়িগ্রামের চরাঞ্চলে কৃষকদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের মতবিনিময়

কুড়িগ্রামের চরাঞ্চল পরিদর্শন করছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেনস্টাইনবাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেনস্টাইন বুধবার দুপুরে কুড়িগ্রামের ধরলা ও দুধকুমার নদী তীরবর্তী চরাঞ্চল পরিদর্শন করেছেন। এ সময় তিনি চরের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ সহজলভ্য করার পাশাপাশি কৃষির মান উন্নয়নে কৃষকদের সঙ্গে মতবিনিময়সহ তার দেশের সহযোগিতার কথা উল্লেখ করেন।

মতবিনিময় সভায় তার সঙ্গে অংশ নেন সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ক কাউন্সিলর ক্রিস্টফ ফুকস এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার সায়েদা জিনিয়া রশিদ, সুইস কন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনির্বাণ ভৌমিক, আরডিএ'র মহাপরিচালক এম এ মতিন, ডিরেক্টর, সিডিআরসি এবং এমফোরসির প্রকল্প পরিচালক ড. মো. আবদুর রশিদ এবং এমফোরসি প্রকল্পের টিম লিডার সুব্রত কুমার কুন্দু প্রমুখ।

উল্লেখ্য, চরের কৃষকদের গবাদিপশু ও কৃষির উন্নয়নের পাশাপাশি উৎপাদিত পণ্যের বিপণন ব্যবস্থা সহজলভ্য করার লক্ষ্যে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন-এর অর্থায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের অধীনে এমফোরসি নামে একটি প্রকল্প রুরাল ডেভেলপমেন্ট একাডেমি এবং সুইস কন্টাক্ট যৌথভাবে বাস্তবায়ন করছে।

কুড়িগ্রামের ৫টি উপজেলার ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদী তীরবর্তী শতাধিক চরের ১২ হাজার কৃষককে নিয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বলে জানা গেছে।