রংপুরে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৩





দুর্ঘটনায় আক্রান্ত ইজিবাইকরংপুর নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। রবিবার (২২ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নওশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



নিহতরা হলেন, নীলফামারী  জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগারি গ্রামের বাসিন্দা সাজু মিয়া (৩৫) ও চান মিয়া (৩০)। বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঠাকুরগাওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস রংপুর নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয় এবং ৭ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও একজন মারা যায়। আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট নওশাদ জানান, ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।