নিহত গোলাম হোসেন কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক অচিনতলা এলাকার মৃত দবিয়ার রহমানের ছেলে এবং গ্রেফতার আশরাফুল একই উপজেলার গোড়ল ইউনিয়নের গোড়ল এলাকার জামাল উদ্দিনের ছেলে।
সহকারী পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন , ‘নিহত গোলাম হোসেনের ছেলেকে ঢাকায় বিমানবন্দরে চাকরি দেওয়ার কথা বলে গোলাম হোসেনের কাছ থেকে চার লাখ টাকা নেন আশরাফুল ইসলাম। চাকরি দিতে না পারায় এলাকায় শালিস বৈঠকে আশরাফুল ইসলাম ব্ল্যাঙ্ক চেক দেন গোলাম হোসেনকে। পরবর্তীতে ব্যাংক থেকে টাকা না পাওয়ায় আদালতে মামলা করাহয়। এই বিরোধের জের ধরে গোলাম হোসেনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।