হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম কমেছে ১৫-২০ টাকা

আমদানি করা কাঁচা মরিচদিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি শুরু হওয়ায় দুই দিনের ব্যবধানে পাইকারিতে কেজি প্রতি কাঁচা মরিচের দাম কমেছে ১৫-২০ টাকা। দু’দিন আগে যে কাঁচা মরিচ ৬৫-৭০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, দেশে নতুন জাতের কাঁচা মরিচ ওঠায় গত সপ্তাহে বন্দর দিয়ে মরিচ আমদানি বন্ধ ছিল। তবে দেশে মরিচের চাহিদা বাড়ায় চলতি সপ্তাহ থেকে ফের কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

আমদানি করা কাঁচা মরিচকাঁচা মরিচ ব্যবসায়ী গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, গত সোম ও মঙ্গলবার কাঁচা মরিচ ৬৫-৭০ টাকা কেজি দরে পাইকারিতে (ট্রাকসেল) বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।