ভারতে পাচারকালে ৬৮ কেজি শিং মাছের পোনা উদ্ধার

শিং মাছের পোনা, ছবি: সংগৃহীতদিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে দেশীয় ৬৮ কেজি শিং মাছের পোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাত ১টায় সীমান্তের নন্দিপুর মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শিং মাছের পোনাগুলো উদ্ধার করে বিজিবি।

বিজিবি হিলির মোংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বাংলাদেশ থেকে ভারতে শিং মাছের পোনা পাচার করছে একটি সংঘবদ্ধ চোরাকারবারিদল এমন সংবাদ পায় বিজিবি। সংবাদ পেয়ে শুক্রবার রাতে সীমান্তের নন্দিপুর এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় ৬৮ কেজি শিং মাছের পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিং মাছের পোনার নির্ধারিত সিজার মূল্য ২৭ হাজার ২০০ টাকা। মাছের পোনাগুলো হিলি স্থল শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে।