ঠাকুরগাঁওয়ে নদীতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নওশাদ আলী বন্ধুদের সঙ্গে ভুল্লী নদীতে গোসল করতে গিয়ে নওশাদ আলী (১৯) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভুল্লী বাঁধ এলাকায় এই ঘটনা ঘটেছে। শনিবার বিকালে ওই ইউনিয়নের কুমারপুর গ্রামের ভুল্লী বাঁধ থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত নওশাদ আলী (১৯) ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকার নবাব আলীর ছেলে। সে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র।

বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫-৬ জন বন্ধুসহ নওশাদ আলী ভুল্লী নদীতে গোসল করতে যায়। সেখানে একটি ব্লকের ওপর দাঁড়ায়। পরে স্লিপ করে পড়ে যায়। ৩-৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। ছেলেটি সাঁতার জানতো না।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে নিয়ে বালিয়া ইউনিয়নের ভুল্লী বাঁধে গোসল করতে আসে নওশাদ আলী। গোসল করার একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা অনেক খুঁজেও নওশাদকে পায়নি। পরে স্থানীয় জেলেরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে নওশাদের লাশ উদ্ধার করে।