ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

লালমনিরহাটলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা ৬দিন বাংলাদেশ ও ভারতের মাঝে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।  তবে এসময় পাসপোর্টধারী  যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান রাশেদ এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ২০ আগস্ট (সোমবার) থেকে ২৫ আগস্ট (শনিবার) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে। ২৬ আগস্ট ( রবিবার) থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা (এসি) একেএম খায়রুল বাশার বলেন, ‘ঈদুল আজহার জন্য উভয় দেশের ব্যবসায়ীরা স্থলবন্দর ৫ দিন বন্ধ রাখার অনুরোধ করেছেন। বিষয়টি বিবেচনা করে ২০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ আগস্ট থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

(এসআই) রাশেদুজ্জামান রাশেদ জানান, ‘পাসপোর্টধারী  যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যাত্রী নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সীমান্তে বিজিবিও সর্তক রয়েছে।’