হিলিতে কর্মজীবী গর্ভবতী মায়েদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

হিলিতে হেল্থ ক্যাম্প-২০১৮ অনুষ্ঠিতদিনাজপুরের হিলিতে কর্মজীবী গর্ভবতী মায়েদের শরীর সুস্থ্ ও সবল রাখতে স্বাস্থ্য সেবাবিষয়ক হেলথ ক্যাম্প-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হাকিমপুর পৌরসভার উপকারভোগীদের স্বাস্থ্য সেবায় এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় এ ক্যাম্পের আয়োজন করে।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিতা লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আহসান আলী সরকার।

হেল্থ ক্যাম্পে কর্মজীবী গর্ভবতী মায়েদের শরীর সুস্থ ও সবল রাখার বিষয়ে ডাক্তার ও নার্সরা পরামর্শ দেন। তারা প্রত্যেক মাকে শিশুদের ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন এবং কোনোক্রমেই বাল্য বিয়ে যেন না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।