লালমনিরহাটে শালবন থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাপাতালে চিকিৎসাধীন মাদক মামলার আসামি সিরাজুল ইসলাম ওরফে আলু সিরাজলালমনিরহাটের হাতীবান্ধা থানার মাদক মামলার আসামি সিরাজুল ইসলাম ওরফে আলু সিরাজকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। এ সময় রশিদুল ইসলাম নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদাবাস শালবনের ভেতর থেকে সিরাজুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম উপজেলার গেন্দুকুড়ি এলাকার জহর উদ্দিনের ছেলে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, সকালে উপজেলার গেন্দুকুড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ সিরাজুল ও রশিদুল নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যানুযায়ী মাদক উদ্ধারে নওদাবাস শালবন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে একদল মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়। এ সময় সিরাজুল পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন। অভিযানে ওই এলাকা থেকে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজুল পেশাদার মাদক ব্যবসায়ী। হাতীবান্ধা থানায় তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা আছে।