ব্যবসায়ীদের কোন্দলে হিলিতে চার দিন ধরে পাথর আমদানি বন্ধ

01ভারতীয় ব্যবসায়ীদের কোন্দলের জের ধরে চার দিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। এ কারণে প্রায় ১ কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে সরকার। অপরদিকে বন্দর কর্তৃপক্ষও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বন্দর দিয়ে অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে।

এদিকে বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ থাকায় চার দিনে পাথরের দাম টন প্রতি ৭০ থেকে ৮০ টাকা বেড়েছে।

হিলি স্থলবন্দরের পাথর ব্যবসায়ী হারুন উর রশীদ হারুন ও রানা মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত শনিবার (২২ সেপ্টেম্বর) পাথর রফতানির বিষয় নিয়ে ভারত অভ্যন্তরে ভারতীয় দুই ব্যবসায়ীদের মধ্যে কোন্দলের জের ধরে রবিবার থেকে বাংলাদেশে পাথর রফতানি বন্ধ রেখেছেন ভারতীয় পাথর ব্যবসায়ীরা। এতে করে বন্দর দিয়ে চার দিন পাথর আমদানি বন্ধ রয়েছে। আমরা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জেনেছি মঙ্গলবার এ বিষয় নিয়ে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনও সমাধান ছাড়াই বৈঠকটি শেষ হয়।’

তিনি আরও বলেন, ‘পাথর আমদানি বন্ধ থাকায় রূপপুর পারমানবিক কেন্দ্র, পদ্মা সেতুসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি-বেসরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাথর সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে চলমান এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড খানিকটা ব্যাহত হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ বিষয়ক কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৮০ থেকে ১শ’ ট্রাক করে পাথর আমদানি হতো। গত চারদিন ধরে বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ থাকায় সরকার প্রায় ১ কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে।’