হিলিতে ১০৫ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক

হিলিতে ১০৫ বোতল ফেনসিডিলসহ আটক চার মাদক ব্যবসায়ীদিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে ও সকালে হিলি সীমান্তের চন্ডিপুর ও বোয়ালদাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো হিলির ফকিরপাড়া গ্রামের মৃত হুরমত আলীর ছেলে শাহিন মিয়া (২৮), বৈগ্রামের আবুল হোসেনের ছেলে জামিল হোসেন (২০), হিলির গোবিন্দপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আফজাল হোসেন (২৮), একই এলাকার মজিবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (২৫)।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে ও হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের পৃথক দুটি স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় ৬৫ বোতল ফেন্সিডিলসহ শাহিন ও জামিল নামের দুই মাদক ব্যবসায়ী এবং ৪০ বোতল ফেন্সিডিলসহ আফজাল ও সাইফুল নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।