তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, আহত তিন

বিদ্যুৎস্পৃষ্টপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হক (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার শালবাহান-জুগিগছ এলাকায় এ ঘটনা ঘটে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল হক ওই এলাকার দেনত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শালবাহান-জুগিগছ এলাকার আইনুল হকের ছেলে আরিফ (১১) বাড়ির পাশের একটি ধানক্ষেতের সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে ছটফট করতে থাকে। এসময় পাশের ধান ক্ষেতে থাকা আব্দুল হক শিশুটিকে উদ্ধার করতে গিয়ে নিজেই বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে খবর পেয়ে প্রতিবেশী জোহরা বেগম (৫৫) ও ইসমাইল হোসেন (৫০) তাদের উদ্ধার করতে যায়। তারাও একইভাবে বিদ্যুতের তারে জাড়িয়ে যান। ঘটনাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকাজন শুকনো বাঁশ দিয়ে বিদ্যুতের তারটিকে সরিয়ে ফেলে গুরুতর আহত অবস্থায় চারজনকেই উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কৃষক আব্দুল হককে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।