রংপুর মহানগরী সিসি টিভি ক্যামেরার আওতায়



রংপুর মহানগরীতে সিসি টিভি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধনরংপুর মহানগরীকে সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) দুপুরে কাচারী বাজার এলাকায় রংপুর মেট্রোপলিটার পুলিশ কমিশনার কার্যালয়ে এর উদ্বোধন করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘রংপুর নগরীর ৩২টি ওয়ার্ডকেই সিসি টিভির আওতায় আনা হবে। এর মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা সহজ হবে। অপরাধ প্রবণতাও কমবে।’

রংপুর মেট্রোপলিটার পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, ‘নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এবং অপারাধপ্রবণ এলাকায় সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীর ১৫টি ওয়ার্ডে ৩২টি সিসি টিভি ক্যামেরার মাধ্যমে নগরীকে পর্যবেক্ষণ করবে মেট্রো পুলিশ। এছাড়া আগামী ২ মাসের মধ্যে নগরীর জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় আরও একশটি সিসি টিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন।