হিলিতে এখনও বহাল মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশ মোতাবেক সব ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণের কথা থাকলেও দিনাজপুরের হিলিতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এখন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডসহ সকল প্রকার প্রচার সামগ্রী টাঙানো রয়েছে। তবে দুই-একজন প্রার্থী নিজ উদ্যোগে এসব অপসারণ করেছেন। উপজেলা নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামী ১৪ তারিখের মধ্যে নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার ফেস্টুন অপসারণ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।HILI POSTER PIC 1

স্থানীয়রা জানিয়েছেন, গত শুক্রবার ৭ দিনের মধ্যে, অর্থাৎ ১৪ নভেম্বরের মধ্যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের লাগানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ সব ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও হিলিবাজার, ফকিরপাড়া, মুহাড়াপাড়া, বন্দরের গেটসহ হিলির বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীদের লাগানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড প্রদর্শিত হচ্ছে। এগুলো অপসারণে কোনও উদ্যোগও নজরে আসছে না। অচিরেই এসব অপসারণে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাচন কমিশনার মোকাদ্দেছ আলী বাংলা ট্রিবিউনকে বলেছেন, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশ মোতাবেক একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় বিদ্যমান সব প্রকার প্রচারণা সামগ্রী অপসারণ করার জন্য গত সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে চিঠি দিয়েছিলেন।

HILI POSTER PIC 3HILI POSTER PIC 2