হিলিতে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে ১০৬ জন অনুপস্থিত

পরীক্ষার্থীরা ইংরেজি পরিক্ষায় অংশ নিয়েছেদিনাজপুরের হিলিতে রবিবার (১৮ নভেম্বর) প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন ইংরেজি বিষয়ে ১০৬ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

হাকিমপুর (হিলি) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, এ বছর উপজেলায় ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৫৪১ জন ছাত্রছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ও ২৪১ জন ছাত্রছাত্রী ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন। এরমধ্যে রবিবার থেকে শুরু হওয়া প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন ইংরেজি বিষয়ে প্রাথমিকে ৫৫ জন ও ইবতেদায়ি শিক্ষায় ৫১ জন শিক্ষার্থী অংশ নেয়নি। মোট ১০৬ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়ন মিলিয়ে ৪টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। বাংলাহিলি ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাউশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।