নানা আয়োজনে হিলি মুক্ত দিবস পালিত

হিলি শত্রুমুক্ত দিবস উপলক্ষে বের হওয়া র্যা লি (ছবি– প্রতিনিধি)

নানা আয়োজনে আজ মঙ্গলবার হিলি শত্রুমুক্ত দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের আওতাধীন দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয় ১৯৭১ সালের এদিনে।

হিলি শত্রুমুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের পাশে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় চত্বর থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ও হাকিমপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় একটি বিজয় র‌্যালি বের করা হয়। এ র‌্যালি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুহাড়াপাড়াস্থ সন্মুখসমরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে সন্মুখসমরের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে এক আলোচনা সভায় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন– উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন প্রমুখ।