হিলিতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

হিলিতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারিদের কর্ম বিরতি পালনসিলেটের তামাবিল স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ওপর বিজিবির হামলার প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কর্মবিরতি পালন করছেন হিলি স্থল শুল্কস্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলার কারণে সকাল থেকে বন্দরের অভ্যন্তরে আমদানিকৃত পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, খালাস, ডেলিভারি কার্যক্রম একেবারে বন্ধ ছিল। এতে বন্দরে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। দুপুর ১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার হলে কার্যক্রম শুরু হয়।

হিলি স্থল ও শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব ইসলাম জানান, সিলেটের তামাবিল স্থলবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ওপর বিজিবি’র কিছু সদস্য হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে এর আগে আমরা মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি পালন করেছি। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছি। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে যে কর্মসূচি দেওয়া হবে তা পালন করা হবে।