টিভিতে প্রচার হচ্ছে থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার, জনগণ বলছে গো ব্যাক: মির্জা ফখরুল

01বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘টাকা দিয়ে টিভিতে প্রচার করা হচ্ছে, থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার (পিএম)। কিন্তু জনগণের মনের কথা হচ্ছে , গো ব্যাক পিএম, আমরা আর আপনাকে চাই না।’
বুধবার (১২ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও-১ আসনে লাগাতার নির্বাচনি জন সমাবেশের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জনসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ এবার তার অধিকার বুঝে নেবে , ভোট তার অধিকার সে অধিকার যদি কেউ কেড়ে নিতে চায় তবে জনগণ সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচন করছি, আমরা সাধারণ মানুষ। উনারা এমপি, মন্ত্রী। উনাদের গাড়িতে পুলিশ থাকে , আর আমাদের গাড়ি ভাঙে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখে। ’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে নির্বাচন হয় না, নির্বাচন হয় সবার সমান অধিকার থাকবে, জনসাধারণ প্রার্থী দেখে ভোট দেবেন।’
সরকার ঐক্যফ্রন্টকে ভয় পেয়েছে উল্লেখ করে সরকারি আমলাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের বেতন সরকার দেয় না, আপনাদের বেতন হয় জনসাধারণের ট্যাক্সের টাকায়, তাই নিরপেক্ষ থাকুন।’
বিএনপির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হকের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, ওবায়দুল্লাহ মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.আব্দুল হালিম, মোস্তফা চেয়ারম্যানসহ অনেকে।