পঞ্চগড়ের দুই আসনের ১৪ প্রার্থীর ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনজাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দু’টি আসনের ১৪ প্রার্থীর মধ্যে ১০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মজাহারুল হক প্রধান ও বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ছাড়া প্রতিদ্বন্দ্বিাতাকারী ৫ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। তারা হলেন-জাতীয় পার্টির আবু সালেক (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল্লাহ (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী সুমন রানা (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শেখ হাবিবুর রহমান (আম) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রার্থী আল রাশেদ প্রধান (হুক্কা)।

পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম সুজন ও বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ছাড়া প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ জন প্রার্থীই জামানত হারিয়েছেন। তারা হলেন-জাতীয় পার্টির প্রার্থী লুৎফর রহমান রিপন (লাঙ্গল) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কামরুল হাসান প্রধান (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আশরাফুল আলম (কাস্তে), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ফয়জুর রহমান মিঠু (আম) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রার্থী ব্যারিস্টার তাসমিয়া প্রধান (হুক্কা)।

জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, প্রতিদ্বন্দ্বিতাকারী কোনও প্রার্থী মোট প্রদত্ত ভোটের মধ্যে এক-অষ্টমাংশের চেয়ে কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনের নিয়েমেই তাদের জামানতের টাকা বাজেয়াপ্ত হয়েছে।