বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নীলফামারীনীলফামারীর ডিমলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে খলিলুর রহমান (৩১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার বালাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের শমসের আলীর ছেলে।  স্থানীয়রা জানান, ভারতের ৪৯১ নম্বর মূল পিলারের ভেতরে প্রবেশ করলে বিএসএফের ভুজারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করেন। এ সময় মারা যান তিনি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম বলেন, ‘খলিলের লাশ ফেরত চেয়ে ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে। এ নিয়ে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।’

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ নিহতের বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতীয় অংশে অনুপ্রবেশ করায় বিএসএফের গুলিতে মারা যান তিনি। তবে কী কারণে তিনি সেখানে যান তা এখনও সঠিক জানা যায়নি।’