হিলিতে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

উপজেলা পরিষদ নির্বাচনদিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী ১৮ই মার্চ দ্বিতীয় ধাপে হাকিমপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত এক জন চেয়ারম্যান, এক জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও এক জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র নিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হারুন উর রশীদ হারুন। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থক সোহরাফ হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা ফেন্সি, বিএনপির উপজেলা মহিলা দলের সভাপতি পারুল নাহার ও একই দলের সদস্য আকতারা চৌধুরী মনোনয়নপত্র তুলেছেন। আকতারা চৌধুরী বিগত নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন।
হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেছ আলী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে একজন এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জনসহ মোট পাঁচ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। আগামী ১৮ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করা যাবে। সেদিনই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। আগামী ১৮ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, হাকিমপুর উপজেলায় মোট ভোটার রয়েছেন ৬৯ হাজার ৮৫২ জন। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৩৫ হাজার ৫৯ জন রবং পুরুষ ভোটার ৩৪ হাজার ৭৯৩ জন। কেন্দ্র মোট ২৫টি।