নীলফামারীতে ফেনসিডিলসহ গ্রেফতার ২

নীলফামারিতে ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

 

নীলফামারী সদর থেকে ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ দুজনকে আটক করলেও জেলা কারাগারের কারারক্ষী সুমন মিয়াসহ তিন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। বুধবার (১৩ ফেব্রয়ারী) রাত সাড়ে তিনটার দিকে মাস্টার পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আফজালুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রয়ারি) বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলো, জেলা শহরের মাস্টার পাড়া মহল্লার অলিয়ার রহমানের ছেলে লিটন সরকার ওরফে আইনজীবী মুহুরী (৩৪) ও সদরের পঞ্চপুকুর ইউনিয়নের দক্ষিণ মিস্ত্রী পাড়া গ্রামের মহব্বত হোসেনের ছেলে সুমন ইসলাম (১৯)।

পলাতক ব্যক্তিরা হলো, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আবুল কালামের ছেলে ও নীলফামারী জেলা কারাগারের কারারক্ষী সুমন মিয়া (২২),  জেলার কিশোরঞ্জ উপজেলার শালমারা গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৫৫) ও দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার মোক্তারপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের জাকারিয়া ওরফে জাকির (৪৫)।

ওসি মো. আফজালুল ইসলাম  জানান, বুধবার (১৩ ফেব্রয়ারি) রাত সাড়ে তিনটার দিকে মাস্টার পাড়া এলাকায় ফেনসিডিল বিক্রির হচ্ছে এমন খবর পেয়ে এসআই রেজানুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে চার বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যে সুমন ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে টেবিলের নিচ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই রেজানুর রহমান বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

ওসি আফজালুল ইসলাম জানান, সুমন ইসলামের এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) ধারায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।