ভূরুঙ্গামারী সীমান্তে কাটাতারের বেড়া কাটার সময় তিনজন আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে কাটাতারের বেড়া কাটার সময় তিন পাচারকারী আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে কাটাতারের বেড়া কেটে ভারত থেকে  গরু পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার রাত ৩টার দিকে ভুরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের ১০৯৮ মেইন পিলার সংলগ্ন ১ এস পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, চর ভুরুঙ্গামারী গ্রামের আবু বক্করের পুত্র মকবুল হোসেন (৪০), মাইদুল ইসলাম (৩৮) ও দক্ষিণ তিলাই গ্রামের কোব্বাত আলীর ছেলে আজাদুর ইসলাম (৩৫)।

ভুরুঙ্গামারী থানার ওসি জানান, বিজিবি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ধারালো দা ও একটি লোহা কাটার যন্ত্র উদ্ধার করেছে। পরে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা করেছে। দাভাওয়ালকুড়ি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মো.জোবায়দুর রহমান বাদী হয়ে মামলটি করেন।