হিলিতে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক





হিলি সীমান্ত (ফাইল ফটো)দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ১৮০ বোতল ফেনসিডিলসহ মঞ্জুর হোসেন (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে সীমান্তের নওপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মঞ্জুর হিলির সাতকুড়ি এলাকার কোরমান আলীর ছেলে।

ওসি জানান, ভারত থেকে ফেনসিডিল নিয়ে একদল চোরাকারবারি দেশে আসছে এমন সংবাদ পায় পুলিশ। এই সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে পুলিশের একটি দল নওপাড়া এলাকায় অভিযানে যায়। অভিযানে মঞ্জুর নামের একজনকে আটক করা গেলেও তিনজন একটি পোটলা ফেলে পালিয়ে যায়। মঞ্জুরের শরীর তল্লালি করে জ্যাকেটের ভেতর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ এছাড়া ফেলে যাওয়া পোটলার ভেতর থেকে আরও ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মঞ্জুর ও পালিয়ে যাওয়া তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মঞ্জুরকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।