গাইবান্ধার ৬ উপজেলায় ১১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র জমা দিচ্ছেন এক প্রার্থীগাইবান্ধার ছয় উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৯, ভাইস চেয়ারম্যান পদে ৪৭ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৬ প্রার্থী রয়েছেন। গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে এসব প্রার্থীরা রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। দ্বিতীয় দফায় জেলার ছয়টি উপজেলার নির্বাচন হলেও সুন্দরগঞ্জে নির্বাচন হবে পঞ্চম দফায়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সাদুল্যাপুরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন  পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে আট ও নারী ভাইস চেয়ারমম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন পাঁচ প্রার্থী। পলাশবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ছয় প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। গোবিন্দগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন সাত, ভাইস চেয়ারম্যান পদে আট ও নারী ভাইস চেয়ারমম্যান পদে মনোনয়ন দাখিল করেন আট প্রার্থী।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন এক প্রার্থীএছাড়া সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে চার, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও নারী ভাইস চেয়ারমম্যান পদে সাত প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। ফুলছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন চার, ভাইস চেয়ারম্যান পদে সাত ও নারী ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

দ্বিতীয় দফার১৮ মার্চ গাইবান্ধার সদর, সাদুল্যাপুর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এরপর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে শুরু হবে প্রচার।