বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় গ্রামবাসীর মামলা

ঠাকুরগাঁও

১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলার হরিপুরে বিজিবি’র গুলিতে শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছে গ্রামবাসী। বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোট হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান বরাবর অভিযোগটি দায়ের করা হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম অভিযোগটি দায়ের করেন।   

আইনজীবীর দেওয়া তথ্য মতে, নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই মো. বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম পৃথক তিনটি মামলার করেছেন। মামলায় ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদসহ বিজিবি ৬ সদস্যের নাম উল্লেখ করে আদালতে অভিযোগটি দায়ের করা হয়েছে। 

মামলার বাদী নজরুল ইসলাম, মো. বাসেদ, নুর ইসলাম অভিযোগ করে বলেন,‘থানায় মামলা না নেওয়ায় আমরা আদালতের সরণাপন্ন হয়েছি। আশা করছি আদালত মামলাটি গ্রহণ করে দোষিদের আইনের আওতায় আনবেন। এছাড়া আদালতে মামলা করা হবে শুনে বিজিবি গ্রামবাসীকে বিভিন্নভাবে হুমকি কখনও লোভ-লালসা দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, কয়েকজন মানুষকে হত্যা করেছে বিজিবি। থানায় মামলা না নেওয়ায় গ্রামবাসী আদালতের স্মরণাপন্ন হয়েছে।  আমি আশা করছি বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করবেন।