হিলি সীমান্ত থেকে শাড়ি, ফেনসিডিল ও ইনজেকশন উদ্ধার

হিলি সীমান্ত থেকে ফেনসিডিল ও ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা শাড়ি, ফেনসিডিল, নেশাজাতীয় ইনেজেকশন ও আতশবাজী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হিলি সীমান্তের মাহালিপাড়া ও ঘাসুড়িয়া নদীর পার এলাকায় অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করতে পারলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আবু সাঈদ জানান, ভারত থেকে একদল চোরাকারবারী মালামাল নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল মঙ্গলবার ভোর রাতে সীমান্তের মাহালিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় উন্নতমানের ৫৫ পিস শাড়ি, গালিচা চাদড় ২ পিস, পাইপ ও আতশ  বাজি ১৫ প্যাকেট উদ্ধার করা হয়।

এদিকে বিজিবির ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা ভোর রাতে সীমান্তের ঘাসুড়িয়া নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৪৯ বোতল ফেনসিডিল ও ৩৯০পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালগুলোর বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৪ লাখ ২৩ হাজার ৬শ’ টাকা। এর মধ্যে ফেনসিডিল ও নেশাজাতীয় ইনজেকশনগুলো ধ্বংস করার লক্ষ্যে বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়নে এবং অন্য মালামালগুলি হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।