জৈষ্ঠ্যের শুরুতেই বাজারে লিচু,দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা

লিচু বাগানমধুমাস জৈষ্ঠ্যের শুরুতেই দিনাজপুরের হিলির বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় ও পোকামাকড়ের তেমন আক্রমণ না থাকায় লিচুর বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই লিচু বাজারে আসায় ও রমজান মাস হওয়ায় দাম ভালো পাওয়ায় খুশি বাগান মালিকরা। বাজারে প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা দরে।

লিচুর রাজ্য হিসেবে খ্যাত দিনাজপুর হলেও হিলিতে দিন দিন বাড়ছে বিভিন্ন জাতের লিচু চাষ। উপজেলার সবচেয়ে বেশি লিচু চাষ হচ্ছে খট্টামাধবপাড়া এলাকায়। এবার এসব অঞ্চলে চায়না থ্রি, বোম্বে, বেদেনা, মাদ্রাজিসহ বেশ কয়েক জাতের লিচুর চাষ হয় এখানে।

লিচু তুলছেন চাষিরাউপজেলার খট্টামাধবপাড়া এলাকায় লিচু চাষি জুলফিকার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বেশ কয়েক বিঘা জমিতে মাদ্রাজি জাতের লিচুর আবাদ করেছি। এবার প্রাকৃতিক তেমন কোনও দুর্যোগ না থাকায় লিচুর বাম্পার ফলন হয়েছে। জৈষ্ঠ্য মাসের শুরুতেই বাজারে তেমন কোনও রসালো ফল থাকে না। সেই সঙ্গে বাড়তি হিসেবে রমজান মাস শুরু হওয়ায় লিচুর ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন লিচু নেওয়ার জন্য। আমরা বাগান থেকেই লিচু সরবরাহ করছি। প্রতি ‘শ লিচু ১৪০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর বাজারে লিচুর দাম ভালো পাওয়ায় খুশি খুচরা বিক্রেতা ও বাগান মালিকরা। বাগান থেকে একশ লিচু পাইকারি ১৫০-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর খোলা বাজারে তা বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা দরে। হিলি থেকে লিচু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

লিচু তুলছেন চাষিরাতবে বৃষ্টিপাতসহ শিলাবৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু লিচুর গাছের লিচু ফেটে যাচ্ছে ও কালচে রঙয়ের দাগ হয়ে যাচ্ছে। সেইসঙ্গে বাদুড়ের অত্যাচার তো রয়েছে এর কারণে খানিকটা কম দামে লিচু বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চাষিরা। 

হিলিতে লিচু কিনতে আসা পাইকারি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘মাদ্রাজি লিচু পাইকারি কিনেছি। প্রকারভেদে প্রতি হাজার লিচু কিনলাম এক হাজার ৪০০ টাকা থেকে দেড় হাজার টাকা দরে। আর বাজারে এসব লিচু প্রতি ‘শ বিক্রি করবো ১৮০-২০০ টাকা দরে। রমজান হওয়ায় বাজারে লিচুর বেশ চাহিদা রয়েছে। এ কারণে দামও ভালো পাওয়ায় আমরা লাভবান হচ্ছি।’

HILI-LICU-PIC-3হাকিমপুর (হিলি) উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় এবার ১৩ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। এখানে মূলত চায়না থ্রি, বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচুর চাষাবাদ হয়ে থাকে। এবছর লিচুর ভালো ফলন আশা করছি। লিচুর বর্তমান অবস্থা ভালো, আমরা কৃষকদের নিয়মিত বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে যাচ্ছি। ফলন ভালো ও দাম ভালো পাওয়ায় এখানে লিচুর আবাদ দিন দিন বাড়ছে।’