হিলিতে লটারির মাধ্যমে ধান কেনা হবে

ধান সংগ্রহ অভিযানদিনাজপুরের হিলিতে লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান করে তাদের নিকট থেকে সরাসরি সরকারিভাবে ধান ক্রয় করা হবে। যেসব কৃষকের জমির পরিমাণ এক একরের কম তাদের কাছ থেকে লটারির মাধ্যমে জমি কেনা হবে।  

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এরই মধ্যে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনা শুরু করেছি। উপজেলায় সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ২১৫ মেট্রিকটন ধান কেনা হবে। আমাদের খাদ্য বিভাগের কর্মকর্তার কাছে কৃষি বিভাগের সরবরাহকৃত ১৪ হাজার কৃষকের একটি তালিকা রয়েছে। আমরা তাদের কাছ থেকে সরকারি দামে ধান কিনবো। আমরা স্থানীয়ভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি। এসব কৃষকের মধ্যে যাদের জমি ১ একরের কম লটারির মাধ্যমে তাদের কাছ থেকে ধান কেনা হবে।’